মেনু নির্বাচন করুন

শুভেচ্ছা বাণী


আসসালামুআলাইকুম আমি সত্যি আজ অনেক গর্বিত আমরা ছোট্ট প্রচেষ্টায় এমন একটি প্রতিষ্ঠান দ্বার করতে পেরেছি আমি  স্বপ্ন দেখতাম সব  সব সময় আমি ৬৪ জন উদ্যোক্তা তৈরি করবো । আলহামদুলিল্লাহ  আজ মাত্র ৬৪ জন না ইনশাআল্লাহ সকল এর ভালোবাসায় আমরা আমাদের প্রিয় সংগঠন 64 EAB  তে ৬০০ জন্য উদ্যোক্তা তৈরি করব খুব দ্রুত সময়ের মধ্যে । বাংলাদেশের  প্রতিটি বিভাগ প্রতিটি জেলা প্রতিটি উপজেলায় থাকবে 64 EAB উদ্যোক্তা টিম ।  এই ৬০০ জন উদ্যোক্তা আগামী ৬০ হাজার বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান  এর ব্যাবস্থা  করবে ইনশাআল্লাহ । ধন্যবাদ জানায় ৬৪ জেলার উদ্যোক্তা সংগঠনে এর সকল সদস্য দের যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজ এতো দুর এগিয়ে যেতে পেরেছি । আগামীতে আমরা আর পোছন ফিরে তাকাবো না । আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যাবো  ইনশাআল্লাহ ।


আমি খুব সাধারন। সাধারন হয়েই জীবন যাপন করতে চাই। অসাধারন হতে চাই মাঝে মাঝে কিন্ত সে সুযোগ আর  হয়ে উঠেনা। আসলে সুযোগ না সেটা হয়ে ওঠার যোগ্যতারও অভাব আছে। তবে একটা লোভ আছে আমার  সেটা হলো যেখানে ই থাকি না কেন সবার সাথে ভালো ব্যবহার যাতে কেউ কোন দিন খারাপ না বলতে পারে। মৃত্যুর  পরেও কিছুদিন বেঁচে থাকতে চাই এই একটা কাজের মাধ্যমে।  ইতি মধ্যে  সফলও হয়েছি আমি এই কাজটি করে।  কেউ কেউ বলেই বসে  যে তোমার এই একটি গুনই হয়তো তোমাকে একদিন অসাধারন  করে দেবে। হ্যাঁ আমি আমার সততা, পরিশ্রম আর সুন্দর ব্যবহারের মাধ্যমে  অসাধারন হতে চাই। সাধারন জীবন যাপন টা এসেছে বাবার কাছ থেকে।  আমার বাবা।  মোঃ মজিবর রহমান। বাবা রা চার ভাই বোন। বাবা ছিল সবার বড়। সব ভাই বোন কে মানুষ করেছেন। নিজে খেয়ে না খেয়ে। সরকারী অবসর প্রাপ্ত কর্মকর্তা। অত্যান্ত সৎ, মিষ্টভাষী এবং পরিশ্রমী। সর্বপরি একজন সফল ব্যক্তিত্ব। আমরা চার ভাই। আমি দুই নাম্বার। মোঃ সিরাজুল ইসলাম মাসুম। বাড়ি পালিদেহা গ্রামের  গৌরীপুর পোষ্টের, লালপুর থানার নাটোর জেলায়। মধ্যেম মেধার স্টুডেন্ট আমি। সারা জীবন ই সব কিছুতে সেকেন্ড ক্লাস।  গ্রামের স্কুলে পড়ালেখার হাতে খড়ি আমার। তারপর মফস্বল শহরের প্রাইমারী, হাইস্কুল এবং কলেজে পড়া। পড়ালেখা শেষে বর্তমানে কর্মময় জীবন নিয়ে ভবিষ্যতের চিন্তাই মগ্ন। জব করি একটি জাপানি গার্মেন্টস কোম্পানীতে। তার পাশাপাশি ছোট্র একটা ব্যবসা। একক নয় যৌথ। ৬৪ জেলা উদ্যোক্তা সংস্হার মাধ্যমে  নতুন ভাবে আত্মপ্রকাশ করতে চাই। সফল হতে চাই হতে চাই অসাধারন একজন মানুষ। তবে নিজের জন্য নই পরিবারের জন্য, সমাজের জন্য দেশের জন্য। একটা কথা "" সব সময় নিজের জন্য নয় অন্যের জন্যও কিছু করুন সেটাও একসময় আপনারই হবে""

আসসালামু আলাইকুম। আমি '৬৪ জেলা উদ্যোক্তা সংগঠন বাংলাদেশ ' এর ফাউন্ডার জনাব মোঃ সোহেল রানাকে ধন্যবাদ জানাই। এ ধরনের কর্ম তৎপরতায় খুবই উৎসাহ বোধ করছি। আমি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর বিস্তৃতি কামনা করি। আমাদের সমাজে এ ধরনের উদ্যোগের খুবই প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। এই প্রতিষ্ঠানের অপার সম্ভাবনাকে প্রসারিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভাবে কাজ করার অনুরোধ জানাচ্ছি। এ সংগঠনের সাথে জড়িত সবাইকে তাদের কর্ম প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সংগঠনটিকে ভালবেসে সবসময় পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন তাদের সকলকে। আমরা আমাদের সকল কার্যক্রমগুলোকে আরো বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের পথচলায় সবাইকে সাথে পেয়েছি, ভবিষ্যতেও সকলকে সাথে পাবো এবং সহযোগিতা পাবো এই প্রত্যাশা করছি। সকলের কাছে দোয়া এবং সুপরামর্শ কামনা করছি। ধন্যবাদ সকলকে |